আনা একজনের মোটর সাইকেলে করে ব্যার্নাউয়ার স্ট্রাসেতে পৌঁছায়৷ তার সাহায্যকারী ছিলেন এমরে ওগুর৷ কিন্তু লাল কাপড় পরা মহিলার চোখ এড়ানো কী এত অল্প সময়ের মধ্যে সম্ভব হবে? কম্পিউটার খেলোয়াড় দ্রুত সময় চলে যাচ্ছে বলে আনাকে ব্যার্নাউয়ার স্ট্রসেতে কারো গাড়িতে করে যাওয়ার পরামর্শ দেয়৷ পুলিশ ইন্সপেক্টর এমরে ওগুর আনাকে তাঁর মটর সাইকেলে করে নিয়ে যান সেখানে৷ কিন্তু আনা হাইড্রুন ও পাউলের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গেই লাল কাপড় পরা মহিলার আবির্ভাব ঘটল৷ পাউল ও হাইড্রুনের স্বামী রবার্ট তাকে বিতাড়িত করতে সক্ষম হয়৷ এই সুযোগে আনা ধাতুর খাপটি আনতে চলে যায়৷ কিন্তু সেটি কী এত বছর পর সেই আগের লুকানো জায়গাতেই রয়েছে?