আনাকে ১৯৮৯ সালের বার্লিনে নিয়ে আসা হয়, যেখানে প্রাচীর পতন উপলক্ষে আনন্দোল্লাস চলছে৷ তাকে মানুষের ভিড়ের মধ্য দিয়ে খাপটি আনতে যেতে হবে৷ সে কী তা পারবে? আনা ১৯৮৯ সালে যাত্রা করার ঠিক আগের মুহূর্তেই কালো হেলমেটধারীদের আবির্ভাব ঘটে৷ লাল কাপড়পরা মহিলা তাদের আনাকে খুঁজে বের করে আনতে জোর নির্দেশ দেয় – এবং অবশ্যই জীবিত অবস্থায়৷ তা সত্ত্বেও আনা টাইম মেশিন দিয়ে বার্লিন প্রাচীর পতনের দিনে পৌঁছাতে পারে৷ ব্রান্ডেনবুর্গার তোরণের আনন্দোল্লাসের মধ্যে নিজেকে আবিষ্কার করে সে৷ কিন্তু তাকে যেতে হবে বের্নায়াউয়ার স্ট্রাসেতে৷ হাতে মাত্র ৩০ মিনিট আছে৷ এক সময়ের বিভক্ত নগরীর মানুষের ভিড়ের মধ্য দিয়ে এত তাড়াতাড়ি সেখানে পৌঁছানো তার পক্ষে কী সম্ভব হবে?