We retired this podcast, because we couldn't parse it for 10 consecutive times.
পাউলা ও ফিলিপ জার্মানির রহস্যজনক ঘটনা অনুসন্ধান করছে। তাদের সঙ্গে জার্মানির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করুন এবং সেই সাথে জার্মান শিখুন! এই কোর্স বিশেষভাবে আপনার জার্মান ভাষা শুনে বোঝার ক্ষমতা বৃদ্ধি করবে।
Date | Title & Description | Contributors |
---|---|---|
2009-10-21 | রেডিও ডি’র অফিসে দু: খের এক খবর৷ আইহান বিদায় জানাচ্ছে৷ ও চলে যাচ্ছে তুরস্কে৷ যদিও সহকর্মীরা ওকে না জানিয়ে একটা ফেয়ারওয়েল পার্টির ব্যবস্থা করেছে তা সত্ত্বেও ফুর্তির মেজাজ আসছে না৷ পাউলা সকালে অফিসে এসে ঢুকল একেবারে পার্টির আয়োজনের মধ্যে৷ কিন্তু পার্টির উপলক্ষটা ওর একেবারেই ভাল লাগছে না৷ আইহান রেডিও ডি’র কাজ ছেড়ে দিচ্ছে তুরস্কে গিয়ে ওর বাবাকে সাহায্য করার জন্য... |
|
2009-10-21 | রেডিও ডি’র অফিসে দু: খের এক খবর৷ আইহান বিদায় জানাচ্ছে৷ ও চলে যাচ্ছে তুরস্কে৷ যদিও সহকর্মীরা ওকে না জানিয়ে একটা ফেয়ারওয়েল পার্টির ব্যবস্থা করেছে তা সত্ত্বেও ফুর্তির মেজাজ আসছে না৷ পাউলা সকালে অফিসে এসে ঢুকল একেবারে পার্টির আয়োজনের মধ্যে৷ কিন্তু পার্টির উপলক্ষটা ওর একেবারেই ভাল লাগছে না৷ আইহান রেডিও ডি’র কাজ ছেড়ে দিচ্ছে তুরস্কে গিয়ে ওর বাবাকে সাহায্য করার জন্য... |
|
2009-10-21 | সাংবাদিকরা চেষ্টা করছে "getürkt" কথাটার গভীরে যেতে৷ এবং তার জন্য তারা গেছে ভিন্ন ধরণের এক বন্দরে যেখানে প্রতিটি জাহাজকে বিশেষভাবে অভ্যর্থনা জানানো হয়৷ Willkomm-Höft বন্দরে সব জাহাজকে – যে দেশের পতাকা জাহাজে উড়ছে সেই অনুযায়ী তাদের জাতীয় সংগীত বাজিয়ে অভ্যর্থনা জানানো হয়৷ পাউলা আর ফিলিপ তাদের বেতার নাটকে এই ঐতিহ্যের উৎস সন্ধান করছে৷ "getürkt" কথাটার... |
|
2009-10-21 | সাংবাদিকরা চেষ্টা করছে"getürkt" কথাটার গভীরে যেতে৷ এবং তার জন্য তারা গেছে ভিন্ন ধরণের এক বন্দরে যেখানে প্রতিটি জাহাজকে বিশেষভাবে অভ্যর্থনা জানানো হয়৷ Willkomm-Höft বন্দরে সব জাহাজকে – যে দেশের পতাকা জাহাজে উড়ছে সেই অনুযায়ী তাদের জাতীয় সংগীত বাজিয়ে অভ্যর্থনা জানানো হয়৷ পাউলা আর ফিলিপ তাদের বেতার নাটকে এই ঐতিহ্যের উৎস সন্ধান করছে৷"getürkt" কথাটারও ... |
|
2009-10-21 | পেঁচা অয়লালিয়া পাউলা আর ফিলিপকে ঠিক পথে নিয়ে যেতে সাহায্য করছে৷ ওরা আবিষ্কার করল যে এই ঘটনায় সংবাদপত্র Hamburger Zeitung-এর হাত আছে৷ আর ফিলিপের একটা মন্তব্যে পাউলা খুব রেগে গেল৷ পাউলা, ফিলিপ আর অয়লালিয়া আবিষ্কার করল যে HAMBURGER ZEITUNG পত্রিকা বন্দর অববাহিকায় হাঙর দেখার গল্পটা বানিয়েছে যাতে তাদের কাগজ বেশি বিক্রি হয়৷ পরে বিশেষ একটি শব্... |
|
2009-10-21 | পেঁচা অয়লালিয়া পাউলা আর ফিলিপকে ঠিক পথে নিয়ে যেতে সাহায্য করছে৷ ওরা আবিষ্কার করল যে এই ঘটনায় সংবাদপত্র Hamburger Zeitung-এর হাত আছে৷ আর ফিলিপের একটা মন্তব্যে পাউলা খুব রেগে গেল৷ পাউলা, ফিলিপ আর অয়লালিয়া আবিষ্কার করল যে HAMBURGER ZEITUNG পত্রিকা বন্দর অববাহিকায় হাঙর দেখার গল্পটা বানিয়েছে যাতে তাদের কাগজ বেশি বিক্রি হয়৷ পরে বিশেষ একটি শব্... |
|
2009-10-21 | পাউলা আর ফিলিপ হাঙরের রহস্যটা ভেদ করল এবং সেটা করতে গিয়ে আর একটা জোচ্চুরির ঘটনা ফাঁস হয়ে গেল৷ এই নাটকের যে কি প্রয়োজন ছিল সেটা ওরা প্রথমে বুঝতে পারে নি৷ পেঁচা অয়লালিয়ার কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পাওয়া গেছে৷ নিখোঁজ সার্ফার-এর খোঁজ করতে গিয়ে পাউলা আর ফিলিপ এক ডুবুরির দেখা পায় এবং তাতে হাঙরের রহস্য উন্মোচনের একটা সূত্র পায়৷ ডুবুরির পিঠে হাঙরের মত পাখনা৷ ... |
|
2009-10-21 | পাউলা আর ফিলিপ হাঙরের রহস্যটা ভেদ করল এবং সেটা করতে গিয়ে আর একটা জোচ্চুরির ঘটনা ফাঁস হয়ে গেল৷ এই নাটকের যে কি প্রয়োজন ছিল সেটা ওরা প্রথমে বুঝতে পারে নি৷ পেঁচা অয়লালিয়ার কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পাওয়া গেছে৷ নিখোঁজ সার্ফার-এর খোঁজ করতে গিয়ে পাউলা আর ফিলিপ এক ডুবুরির দেখা পায় এবং তাতে হাঙরের রহস্য উন্মোচনের একটা সূত্র পায়৷ ডুবুরির পিঠে হাঙরের মত পাখনা৷ ... |
|
2009-10-21 | ফিলিপ আর পাউলা হাঙরের চিহ্ণ খুঁজে বার করতে গিয়ে এক অদ্ভুত ঘটনা আবিষ্কার করে: বন্দরের অববাহিকায় সার্ফার ছাড়া একটা সার্ফবোর্ড৷ তাছাড়া খবরের কাগজের একটা বিভ্রান্তিকর প্রবন্ধও তাদের কৌতূহল উদ্রেক করে৷ লোকজনের ভিড়ের একটু বাইরে গিয়ে দুই সাংবাদিক তদন্ত করে দেখছে হাঙরের ঘটনাটা আসলে কি৷ তারা যখন একটা ভাঙা সার্ফবোর্ড দেখতে পেল তখন সাঙ্ঘাতিক কোনও দুর্ঘটনার কথা ভেবে... |
|
2009-10-21 | ফিলিপ আর পাউলা হাঙরের চিহ্ণ খুঁজে বার করতে গিয়ে এক অদ্ভুত ঘটনা আবিষ্কার করে: বন্দরের অববাহিকায় সার্ফার ছাড়া একটা সার্ফবোর্ড৷ তাছাড়া খবরের কাগজের একটা বিভ্রান্তিকর প্রবন্ধও তাদের কৌতূহল উদ্রেক করে৷ লোকজনের ভিড়ের একটু বাইরে গিয়ে দুই সাংবাদিক তদন্ত করে দেখছে হাঙরের ঘটনাটা আসলে কি৷ তারা যখন একটা ভাঙা সার্ফবোর্ড দেখতে পেল তখন সাঙ্ঘাতিক কোনও দুর্ঘটনার কথা ভেবে... |
|