পাউলা আর ফিলিপ হাঙরের রহস্যটা ভেদ করল এবং সেটা করতে গিয়ে আর একটা জোচ্চুরির ঘটনা ফাঁস হয়ে গেল৷ এই নাটকের যে কি প্রয়োজন ছিল সেটা ওরা প্রথমে বুঝতে পারে নি৷ পেঁচা অয়লালিয়ার কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পাওয়া গেছে৷ নিখোঁজ সার্ফার-এর খোঁজ করতে গিয়ে পাউলা আর ফিলিপ এক ডুবুরির দেখা পায় এবং তাতে হাঙরের রহস্য উন্মোচনের একটা সূত্র পায়৷ ডুবুরির পিঠে হাঙরের মত পাখনা৷ সেটাই অর্ধেক হামবুর্গবাসীকে ভয় পাইয়ে দিয়েছে৷ কিন্তু এটা করার কারণ কি? অয়লালিয়া ইতিমধ্যে হামবুর্গে চলে এসেছে৷ ও এ ব্যাপারে সাহায্য করতে পারবে৷একটা কিছু ও আবিষ্কারও করেছে৷ অয়লালিয়া যে সূত্রটি পেয়েছে তাতে পাউলা আর ফিলিপের সাহায্য হবে৷ পুরাঘটিত কাল সম্পর্কে বলারও এটা এক দারুণ সুযোগ৷ ক্রিয়ার কালবোধক কৃদন্ত রূপ -এর দিকে বিশেষ মনোযোগ দিন৷